
মঙ্গলবার রাতে জামায়াতে ইসলামী সান্তাহার পৌরসভা শাখার আয়োজনে এক মতবিনিময় সভা ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, এদিন রাত ৮টার দিকে উপজেলার সান্তাহার পৌরসভা শহরের ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও সুধি সমাবেশে সভাপতিত্ব করেন পৌরসভা শাখা কমিটির আমীর আব্দুল কাদের।
দপ্তর সম্পাদক মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় সুধি সমাবেশ ও মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, বগুড়া জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মিজানুর রহমান, জেলার দুপচাচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত বগুড়া-৩ (আদমদীঘি দুপচাঁচিয়া) আসনের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।
এ সময় উপজেলা নায়েবে আমীর মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা ফেরদৌস আলী, মাওলানা মির্জা আবুল কালাম আজাদ, মাওলানা কামরুজ্জামান, ডা. সামছুল হক, ইসহাক আলী, তরিকুল ইসলাম, সান্তাহার ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা রফিকুল ইসলাম, পোস্ট অফিসপাড়া জামে মসজিদের পেশ ইমাম ইমাম আনছারী, বিশিষ্ট ব্যাবসায়ী গোলাম মোস্তফা, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়াও বগুড়া জেলা, দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা ও সান্তাহার পৌর শাখার ৯ ওয়ার্ডের নেতা-কর্মী, সনাতন ধর্মাবলম্বীর বেশ কিছু সুধীজন, বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, প্রকৌশলী, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, মসজিদের পেশ ইমাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
রাজু