
ছবি: জনকণ্ঠ
সোনারগাঁয়ে দলীয় প্রভাব খাটিয়ে নিরীহ এক কৃষক ও তিন ব্যক্তির জমি জোরপূর্বক দখলের অভিযোগে সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান ভূঁইয়ার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সোনারগাঁও থানা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।
লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফায়েজা বেগম ও ওসমান উদ্দীন বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর শাহাজাহান ভূঁইয়া ৫ আগস্টের পর অবৈধ টাকার বিনিময়ে হঠাৎ বিএনপিতে যোগ দিয়ে এলাকার নিরীহ মানুষের জমি দখল, মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।’
তাকে বাঁধা দেওয়ায় একটি অবৈধ দোনালা বন্দুক নিয়ে তার সন্ত্রাসী বাহিনী ভুক্তভোগীদের বাড়িতে হামলা চালায়। ফায়েজা বেগমের ১৮ শতাংশ জমিতে ফসলসহ জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ করে এবং ওসমান উদ্দীন ও আ: করিম মাস্টারের বাড়ি দখল ও ভাঙচুর করে জোরপূর্বক দখল করে রেখেছে বিএনপি নেতা শাহাজাহান।
এ ঘটনায় স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পায়নি ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী এলাকাবাসী আরও জানান, ‘নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীণ কারখানায় শাহাজাহান ভূঁইয়ার নেতৃত্বে ভাঙচুর ও লুটপাট হয়েছে।’
গাজী কোম্পানির ট্যাংক, সামারসিবল পাম্পসহ বিভিন্ন যন্ত্রাংশ লুট করে সেগুলো শাহাজাহান ভূঁইয়া তার বাড়িতে জমা রেখে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেন। তার নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসা, নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ বিভিন্ন অপকর্ম নিয়ন্ত্রণ করে আসছে একটি চক্র। বিএনপির নাম বিক্রি করে ৫ আগস্টের পর থেকেই কোটিপতি বনে গেছেন ভূমিদস্যু শাহাজাহান।
তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ভূমিদস্যু বিএনপি নেতা শাহাজাহানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীরা।
শাহজালাল/ সুরাইয়া