ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

দেড় যুগ পর দেশে ফিরলেন নীলফামারী বিএনপির সাবেক এমপি তুহিন

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২৩:৪৯, ২২ এপ্রিল ২০২৫

দেড় যুগ পর দেশে ফিরলেন নীলফামারী বিএনপির সাবেক এমপি তুহিন

দীর্ঘ প্রায় ১৭ বছর পর দেশে ফিরেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুরে যুক্তরাজ্য থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় নীলফামারী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী তাকে স্বাগত জানান।

২০০৭ সালের সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দেশ ছাড়তে বাধ্য হন তুহিন। প্রথমে যুক্তরাষ্ট্র ও পরে যুক্তরাজ্যে দীর্ঘদিন রাজনৈতিক আশ্রয়ে ছিলেন তিনি।

তৎকালীন সেনাশাসন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফিরতে চাইলেও রাজনৈতিক বাধার কারণে তা সম্ভব হয়নি। এমনকি একাধিক মামলায় দণ্ডপ্রাপ্তও হন তিনি, যেগুলো বিএনপি নেতাকর্মীদের দাবি অনুযায়ী ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা’।

তুহিনের প্রত্যাবর্তনে ডোমার-ডিমলা অঞ্চলে বইছে আনন্দের জোয়ার। নেতাকর্মীরা বলছেন, তুহিন ভাই ছিলেন এলাকার উন্নয়নের প্রধান কারিগর। তার হাত ধরে কাঁচা রাস্তা পাকাকরণ, বাধ নির্মাণ, ইউনিয়ন পরিষদ ভবন উন্নয়ন ও বেকারত্ব নিরসনে নানা পদক্ষেপ বাস্তবায়িত হয়।

ডিমলা উপজেলা বিএনপির এক নেতা বলেন, “তুহিন ভাই আমাদের অভিভাবক। তার নামে যে সকল মামলা রয়েছে, তিনি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আদালতে আপিল করবেন। ইনশাআল্লাহ তিনি ন্যায়বিচার পাবেন এবং সব মিথ্যা মামলা থেকে অব্যাহতি লাভ করবেন।”

পদত্যাগকারী আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির বেশ কয়েকজন প্রবাসী নেতা দেশে ফিরতে শুরু করেছেন। সেই ধারাবাহিকতায় দেড় যুগ পর নিজ মাতৃভূমিতে ফিরে এলেন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এসএফ 

আরো পড়ুন  

×