
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইউসুফ আলী (৩৮) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত ১৪টি মিনি ড্রেজার মেশিন, ১৮টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার মরিচপুরান ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড় ও ফকিরপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে থানা পুলিশ, গ্রাম পুলিশ ও ছাত্র সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করা হবে।
রাজু