ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২২:৩৭, ২২ এপ্রিল ২০২৫

কুমিল্লায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আরও ৭ নেতাকর্মী গ্রেফতার

কুমিল্লা শহরের শাসনগাছা এলাকায় রোববার রাতে মিছিল করার অপরাধে পুলিশ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতা কর্মীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিনভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়,আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রোববার রাতে নগরীর শাসনগাছা এলাকায় ঝটিকা মিছিল বের করে। এই ঘটনায় পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আরও ৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- মাহে আলম (৪০),রাশেদুল বারী (৪৫),নাঈম হোসেন (১৯),নাসিরুদ্দিন (৫০),জুয়েল (৩৮),বাবুল মুহুরী (৪৯),আহনাফ (১৮)। 

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম আরও জানান গ্রেফতারকৃতরা মিছিলের পাশাপাশি তাদের ফেসবুক পেজে  সরকার বিরোধী বিভিন্ন লেখালেখি করতো। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে সোমবার একই অপরাধে আওয়ামী লীগের ৮ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। 

 

রাজু

আরো পড়ুন  

×