ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

খাল দখল করে রাস্তা বানাচ্ছে প্রভাবশালীরা, কৃষকদের হাহাকার

নিজস্ব সংবাদদাতা, সাটুরিয়া, মানিকগঞ্জ

প্রকাশিত: ২২:২৫, ২২ এপ্রিল ২০২৫

খাল দখল করে রাস্তা বানাচ্ছে প্রভাবশালীরা, কৃষকদের হাহাকার

ছবি: জনকণ্ঠ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামে শতবর্ষী ‘বাঁকা’ নামক সরকারি খালটি দখল ও ভরাটের মহোৎসব চলছে। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্যের এই খালের উপর দীর্ঘদিন ধরে ভূমি প্রশাসনকে ম্যানেজ করে দখল কার্যক্রম চলছে। শুধু আধা কিলোমিটার অংশেই নির্মাণ করা হয়েছে অন্তত ১১টি বাঁধ, যার ওপর গড়ে তোলা হয়েছে রাস্তা ও বসতবাড়ি।

স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় এই খাল দিয়ে পালতোলা নৌকা চলত। কৃষিকাজের জন্য এটি ছিল সেচ ব্যবস্থার প্রধান উৎস। বর্ষাকালে পানি নিঃসরণ করে কৃষি জমি প্রস্তুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খালটি। বর্তমানে দখল ও বাঁধের কারণে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে কৃষকরা জমিতে ঠিকমতো চাষাবাদ করতে পারছেন না।

স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খাল দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগবাড়ি শিমুলিয়া অংশে খালের উপর তৈরি করা হয়েছে একাধিক বাঁধ। এসব বাঁধ নির্মাণে জড়িত থাকার অভিযোগ রয়েছে আব্দুস সামাদ মিয়া, আবুল হোসেন, রফিক হোসেন, শফিক মিয়া, শহিদুল ইসলাম ও জলিল মিয়া-সহ আরও অনেকের বিরুদ্ধে।

বাগবাড়ি শিমুলিয়া গ্রামের বাসিন্দা ফজল হক বলেন, “এইখান দিয়ে এক সময় বড় নদী ছিল। বড় বড় জাহাজ চলত। সেই নদী এখন ছোট্ট খালে পরিণত হয়েছে। এখন যেটুকু খাল আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের চোখের সামনে এইসব হচ্ছে। দায় আছে কর্মকর্তাদের গাফিলতিতে।”

শিমুলিয়া গ্রামের মোশারফ হোসেন বলেন, “যারা খাল দখল করে রাস্তা বানাচ্ছে, তারা সবাই ক্ষমতাশালী। ভূমি অফিসের কিছু কর্মকর্তার সহযোগিতায় তারা খাল দখলে ব্যস্ত।”

এ বিষয়ে কথা বলতে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদের কার্যালয়ে গেলে সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তিনি কোনো বক্তব্য না দিয়েই অফিস ত্যাগ করেন।

তবে এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, “খাল দখলের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং খালের স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।”

শহীদ

আরো পড়ুন  

×