
রূপগঞ্জের পূর্বাচলে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে শান্ত সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন
রূপগঞ্জের পূর্বাচলে মাটি ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে শান্ত সরকার দিনে-দুপুরে দাউদপুর ইউনিয়ন যুবদল নেতা আসাদ ফকির ও পলখানের সন্ত্রাসী শাহিন আকন্দ গংয়ের হামলায় গুরুতর আহত হয়। এর ১০ দিন পর সোমবার রাজধানীর এভারকেয়ারে আইসিইউতে মারা যায় শান্ত সরকার। এর প্রতিবাদে মঙ্গলবার সকালে রূপগঞ্জের দাউদপুরের ঢাকা বাইপাস সড়কের লালমাটি এলাকায় জানাজা শেষে এলাকাবাসী হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় নিহতের চাচা সালাহউদ্দিন সরকারসহ জানাজায় অংশ নেওয়া স্থানীয় বক্তারা জানান, আসাদ ফকির আওয়ামী লীগের সময়ে শেখ হাসিনার ডানহাত খ্যাত তারেক সিদ্দিকী ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে এলাকায় জবরদখল করত। ৫ আগস্ট শেখ হাসিনা পলায়নের পর নিজেকে যুবদল নেতা পরিচয় দিয়ে বিএনপির একাংশের নেতাদের সঙ্গে যোগসাজশ করে জবরদখল করে বেড়ায়। এতে স্থানীয় ব্যবসায়ীরাও নিরাপদ থাকেনি।
এদের মাঝে হিড়নালের শান্ত সরকার তার অপকর্মের প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে গত ১১ এপ্রিল তার ওপর হামলা করে আসাদ ফকির ও শাহিন আকন্দসহ ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী। সে সময় শান্তর বাইক পুড়িয়ে দেয় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে পিটিয়ে জখম করলে স্থানীয় লোকজন ৯৯৯-এ কল দিলে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।