
উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামে এভাবেই দখল করা হচ্ছে খাল
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি ইউনিয়নের বাগবাড়ি শিমুলিয়া গ্রামে শতবর্ষী বাঁকা নামক সরকারি খালটি দখল ও ভরাটের মহোৎসব চলছে। প্রায় ৬ কিলোমিটার দৈর্ঘ্য খালের ওপর দীর্ঘদিন ধরে খাল ভরাটের মহোৎসব চলছে, ভূমি প্রশাসনকে ম্যানেজ করে। শুধু আধা কিলোমিটারের একটি অংশেই নির্মাণ করা হয়েছে অন্তত ১১টি বাঁধ, যার ওপর গড়ে তোলা হয়েছে রাস্তা ও বসতবাড়ি।
স্থানীয় সূত্রে জানা যায়, এক সময় এই খাল দিয়ে পাল তোলা নৌকা চলত, কৃষিকাজের জন্য সেচ ব্যবস্থার মূল উৎস ছিল এটি। বর্ষাকালে পানি বের করে কৃষি জমি প্রস্তুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খালটি। অথচ বর্তমানে দখল ও বাঁধের কারণে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে কৃষকরা জমিতে সঠিকভাবে চাষাবাদ করতে পারছেন না।
স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী ব্যক্তি ভূমি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ম্যানেজ করে খাল দখলের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগবাড়ি শিমুলিয়া গ্রামের অংশে খালের ওপর তৈরি করা হয়েছে একাধিক বাঁধ। বাগবাড়ি শিমুলিয়া গ্রামের বাসিন্দা ফজল হক জানান, এইখান দিয়ে এক সময় বড় নদী ছিল। বড় বড় জাহাজ চলত। সেই নদী এখন ছোট্ট খালে পরিণত হয়েছে। এখন যেটুকু খাল আছে, সেটাও দখল হয়ে যাচ্ছে। প্রশাসনের চোখের সামনে এইসব হচ্ছে। দায় আছে কর্মকর্তাদের গাফিলতির।’
শিমুলিয়া গ্রামের মোশারফ হোসেন বলেন, যারা খাল দখল করে রাস্তা বানাচ্ছে তারা সবাই ক্ষমতাশালী। ভূমি অফিসের কিছু কর্মকর্তার সহযোগিতায় তারা খাল দখলে ব্যস্ত।
এ বিষয়ে কথা বলতে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমদের কার্যালয়ে গেলে উপস্থিত সাংবাদিকদের প্রায় এক ঘণ্টা অপেক্ষা করিয়ে তিনি কোনো বক্তব্য না দিয়েই অফিস ত্যাগ করেন।
তবে এ বিষয়ে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল হোসেন বলেন, খাল দখলের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং খালের স্বাভাবিক পানি চলাচল নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।