ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশিত: ২১:৪২, ২২ এপ্রিল ২০২৫

পরীক্ষা খারাপ হওয়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত।

পটুয়াখালীর কলাপাড়ায় এসএসসি পরীক্ষায় খারাপ ফলের আশঙ্কায় রিমি (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলীপুর এলাকার একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

রিমি মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি আলীপুরে মা-বাবার সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। নিহত রিমির পিতা আব্দুল খালেক এবং মাতা খাদিজা বেগম।

নিহতের মা খাদিজা বেগম জানান, “রিমি পরীক্ষা শেষে বাসায় ফিরে আসে। আমি খাওয়ার জন্য ডাকলে সে জানায় পরীক্ষাটা ভালো হয়নি, পরে খাবে বলে নিজের রুমে চলে যায়। অনেকক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘর মালিককে খবর দেই। পরে তারা জানালা দিয়ে দেখে রিমি মেঝেতে নিথর পড়ে আছে। দরজা ভেঙে উদ্ধার করে দ্রুত কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নিয়ে যাই। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. জে এইচ খান লেলিন জানান, “রিমি ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়েছিল। পরে ওড়না ছিঁড়ে গেলে সে ফ্লোরে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে মৃত ঘোষণা করা হয়।”

এ ঘটনায় মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

উল্লেখ্য, কিশোর-কিশোরীদের মধ্যে পরীক্ষার ফল নিয়ে উদ্বেগ এবং মানসিক চাপ দিন দিন বাড়ছে বলে বিশেষজ্ঞরা মত দিয়েছেন। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও আত্মমূল্যায়নের বিষয়ে পরিবার, স্কুল ও সমাজের সম্মিলিত সচেতনতা জোরদার করার সময় এসেছে—এমন মত প্রকাশ করেছেন স্থানীয় শিক্ষাবিদরা।

নুসরাত

×