
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় চেতনানাশক খাইয়ে বাড়ি থেকে পালিয়ে যাওয়া তিন তরুণী ও ১৯ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে মিরপুর থানা পুলিশ। নিখোঁজের ২৪ ঘণ্টার মধ্যেই মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৭:৩০ মিনিটের দিকে রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসা থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন—মিরপুর উপজেলার তালবাড়িয়া পশ্চিম রানাখড়িয়া এলাকার বাসিন্দা আবু দর রাজ্জাকের মেয়ে আফরোজা খাতুন (১৬), মো. রানার মেয়ে অথৈই খাতুন (১৭), মো. আরিফুল ইসলামের মেয়ে আনিকা খাতুন (২১) এবং আনিকার ১৯ মাস বয়সী ছেলে মো. আনাছ।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, নিখোঁজের বিষয়ে সোমবার (২১ এপ্রিল) একটি অভিযোগ পাওয়ার পর পরই তদন্ত কার্যক্রম শুরু করা হয়। এরপর পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ এবং উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার মধ্য বাড্ডায় অবস্থিত নিখোঁজ আনিকার চাচাতো বোনের বাসায় অভিযান চালিয়ে চারজনকে উদ্ধার করে।
পুলিশের জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা জানান, তারা পরিবারে উপেক্ষিত ও অবহেলিত বোধ করতেন। আয় রোজগার করে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে নিজেরা সিদ্ধান্ত নিয়ে সেভেন-আপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের সদস্যদেরকে খাইয়ে অচেতন করে তারা বাড়ি থেকে পালিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
এ বিষয়ে ওসি মমিনুল ইসলাম আরও জানান, “ঘটনার পরপরই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করি। দ্রুত সময়ের মধ্যেই আমরা তাদের অবস্থান শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হই। বর্তমানে তারা নিরাপদে আছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।”
উল্লেখ্য, গত ২০ এপ্রিল (রবিবার) রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার একটি পরিবারে চেতনানাশক মিশিয়ে তিন নারী ও এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে মিরপুর থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও দক্ষতায় স্বল্প সময়ের মধ্যেই তাদেরকে উদ্ধার করা হয়।
রাজু