ঢাকা, বাংলাদেশ   রোববার ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

চীনের সহায়তায় উত্তরবঙ্গে হাসপাতাল, নীলফামারীতে জমি নির্ধারণে সার্ভে

স্টাফবিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ২০:৩২, ২২ এপ্রিল ২০২৫

চীনের সহায়তায় উত্তরবঙ্গে হাসপাতাল, নীলফামারীতে জমি নির্ধারণে সার্ভে

চীন সরকারের উদ্যোগে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উত্তরাঞ্চলের জেলা নীলফামারীর দারোয়ানীস্থ প্রস্তাবিত জমির এলাকাটি সার্ভে (যাচাই-বাছাই) করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা  ১১টার দিকে নীলফামারীর ওই স্থানটি পরিদর্শন ও যাচাই বাছাই করা হয়। এ সময়  উপস্থিত ছিলেন স্বাস্থ্যবিভাগ রংপুরের পরিচালক ডা. হারুন-অর- রশীদ ,নীলফামারী জেলা প্রশাসক মহম্মদ নায়িরুজ্জামান, নীলফামারী সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক, নীলফামারীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সাইদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার প্রমুখ।

এ সময় স্বাস্থ্যবিভাগ রংপুরের পরিচালক ডা. হারুন-অর- রশীদ  বলেন, চীন সরকারের অর্থায়নে এক হাজার শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রস্তাব গৃহীত হয়েছে। প্রাথমিকভাবে নীলফামারী জেলায় এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনায় স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপদেস্টা , স্বাস্থ্য মহাপরিচালক (ডিজি) , স্বাস্থ্য মহাপরিচালক (শিক্ষা) পক্ষ থেকে পুনরায় সার্ভে রির্পোট জরুরী ভাবে প্রেরণের জন্য বলা হয়েছে। তারই আলোকে আজ নীলফামারীর স্থানটির জমির বিস্তারিত মানচিত্র, সুযোগ সুবিধা সহ পুনরায় প্রতিবেদন প্রেরণ করা হবে। তিনি আরও জানান, উত্তরাঞ্চলের অন্যান্য স্থানের চেয়ে নীলফামারীর জমি চীনের হাসপাতাল নির্মানের উপযুক্ত স্থান বলে প্রাধান্য দেয়া হচ্ছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়. দারোয়ানীস্থ সরকারের ৫৩ একর খাস জমি রয়েছে। সেখান থেকে ২৫ একর চীনের এক হাজার শয্যা হাসপাতাল নির্মানের জন্য প্রদান করা হবে। এ জন্য কাগজপত্র তৈরী করা হয়েছে। স্থানটি নীলফামারী- সৈয়দপুর. রংপুর , কুড়িগ্রাম. গাইবান্ধা, দিনাজপুর,ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সংযুক্ত মহাসড়কের পাশে অবস্থিত। জমিটির আশে পাশে রয়েছে ৫৬ বিজিবির প্রধান কার্যালয়। এ ছাড়া উত্তরা ইপিজেডে ৬৪৫জন চীনা নাগরিক বিভিন্ন শিল্পকারখানায় কর্মরত। এ ছাড়া  জমির স্থান থেকে সৈয়দপুর বিমানবন্দরের দুরত্ব মাত্র ১৫ মিনিটের পথ। দারোয়ানী রেলস্টেশন ৫ মিনিটের দূরত্ব। আর নীলফামারী জেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার অদুরে। জেলা প্রশাসক নায়িরুজ্জামান জানান, নীলফামারীর জায়গার বিস্তারিত চিত্র জমির হালহকিকত সহ আমরা সংশ্লিষ্টদের নিকট প্রেরণ করেছি। আজ নতুন করে পুনরায় প্রেরন করা হচ্ছে।

নীলফামারী জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার জানান, জমি সার্ভের সময় আমি উপস্থিত ছিলাম। যারা সার্ভে করেছেন তারা জানিয়েছেন উত্তরাঞ্চলের অন্যান্য স্থানের চেয়ে নীলফামারীর স্থানটি সুইটিবল। তিনি বলেন আমরা আশা করছি চীনের হাসপাতাল অচিরেই নীলফামারীতে নির্মাণের কাজ শুরু হবে।

রাজু

আরো পড়ুন  

×