
ছবি: জনকণ্ঠ
কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে স্টেশন মাস্টার পদায়ন ও অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার দুপুর ১২টায় অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় সর্বস্তরের জনগণ। স্টেশনের প্ল্যাটফর্মে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
“উপজেলা সর্বস্তরের জনগণ” ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, রেলওয়ে কর্তৃপক্ষের দীর্ঘদিনের অবহেলায় মিরপুর রেলস্টেশন কার্যত অকার্যকর হয়ে পড়েছে। সর্বশেষ গত ১২ মার্চ স্টেশনের দুইজন স্টেশন মাস্টারকে বদলি করার পর থেকে স্টেশনটির দৈনন্দিন কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের নায়েবে আমির আবদুল গফুর, মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নজরুল করিম শেখ, মিরপুর পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক ইব্রাহিম আলী, সাংবাদিক হুমায়ূন কবির হিমু প্রমুখ।
এছাড়া কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ।
বক্তারা অবিলম্বে স্টেশন মাস্টার পদায়নের পাশাপাশি প্ল্যাটফর্ম সম্প্রসারণ, যাত্রী ছাউনি নির্মাণ, টয়লেট ও বিশ্রামাগার উন্নয়ন, আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি নিশ্চিতকরণসহ যাত্রীসেবা উন্নয়নের দাবি জানান।
তারা বলেন, ‘১৫ দিনের মধ্যে দাবি বাস্তবায়িত না হলে রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
কর্মসূচির শেষ পর্যায়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়।
কনি/ সুরাইয়া