ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সাথে বেঁধে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া।

প্রকাশিত: ১৯:৫১, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫২, ২২ এপ্রিল ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় গাছের সাথে বেঁধে প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় এক সৌদি প্রবাসীর স্ত্রীকে নারিকেল গাছের সঙ্গে তিন ঘণ্টা বেঁধে রেখে নির্যাতন এবং তার ছেলে-মেয়েকে মারধর করা হয়েছে। গতকাল সোমবার (২১ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এ নির্যাতন চলে। সদর উপজেলা সুলতানপুর ইউনিয়নের মধ্যপাড়া মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।    

এ ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর  সুলতানপুরের মন্তাজ মিয়ার ছেলে মঙ্গল মিয়া (৪৫) ও জয়নাল আবেদীন জুনু (৪২)। আসামিরা সম্পর্কে ওই নারীর ভাসুর (স্বামীর বড় ভাই) হয়।

উক্ত ঘটনায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাফফর হোসেন জানান, নির্যাতনের ভিডিওটি পুলিশের নজরে আসলে পুলিশ তৎপরতা শুরু করে। ভিডিও বিশ্লেষণ করে সনাক্তপূর্বক ঘটনায় জড়িত মঙ্গল মিয়া (৪৫) ও জয়নাল আবেদীন জুনু (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 

রিফাত

×