ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কুমিল্লায় শিবির নেতা হত্যায় মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ১৯:৪৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৫১, ২২ এপ্রিল ২০২৫

কুমিল্লায় শিবির নেতা হত্যায় মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

ছবি সংগৃহীত

২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা শিবির সভাপতি শাহাব উদ্দিন পাটোয়ারীকে বিচারবহির্ভূতভাবে হত্যার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর ১৩ সদস্য এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে আসামি করে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় নিহতের বাবা মাওলানা জয়নাল আবেদীন আদালতে হাজির হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলার শুনানি গ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান এবং আদেশের জন্য আগামীকাল (২৩ এপ্রিল) দিন ধার্য করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন জানান, “শাহাব উদ্দিনকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হেফাজতে রেখে গুলি করে হত্যা করে। এ ঘটনায় আমরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি।”

মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন: তৎকালীন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, ওসি তদন্ত আব্দুল্লাহ আল মাহফুজ, এসআই নূরুজ্জামান হাওলাদার, এসআই ইব্রাহীম, ডিবির এসআই শাহ কামাল, মো. শহিদ, কনস্টেবল নূর হোসেন, মহসিন মিয়া, আবু নাছের, শশাংক চাকমা, এসএএফ সদস্য শরিফুল ইসলাম, মোতাহের হোসেন এবং আনসার সদস্য মুরাদ হোসেন।

এছাড়াও মামলায় হুকুমদাতা হিসেবে অভিযুক্ত করা হয়েছে তৎকালীন রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক মেয়র মিজানুর রহমান, তৎকালীন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ, এবং কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীকে।

প্রসঙ্গত, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাদা পোশাকে শাহাব উদ্দিনকে তার বাড়ি থেকে তুলে নেওয়া হয়। পরদিন ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গুলি করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ।

আশিক

×