ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

আসামিদের পুনর্বাসনের উদ্যোগ: জেলে বই পড়ার সুযোগ

নিজস্ব সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ

প্রকাশিত: ১৯:৩৮, ২২ এপ্রিল ২০২৫

আসামিদের পুনর্বাসনের উদ্যোগ: জেলে বই পড়ার সুযোগ

ছবি: দৈনিক জনকণ্ঠ

নান্দাইল থানায় হাজতিদের জন্য বুক কর্নার স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার এই বুক কর্নারটি উদ্বোধন করেন। এই বুক কর্নার থেকে উপন্যাস, কবিতা, গল্প, আত্মজীবনী এবং কোরআন শরীফ সহ ধর্মীয় বিভিন্ন ধরনের বই পড়তে পারবে আটক ব্যক্তিরা।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণই পুলিশের মুখ্য দায়িত্ব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকে সুপথে আনতে নানাভাবে উদ্বুদ্ধ করতে হয়। এই বুক কর্নারে বই পড়ে কেউ যদি নিজের পরিবর্তন আনতে পারে তাহলেই উদ্দেশ্য সফল হবে।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, বই মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে পারে। থানা-হাজতে ২৪ ঘণ্টারও কম সময় আসামিদের রাখা হয়। এ সময় আসামিরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

 

ফয়সাল / ফারুক

×