
ছবি: জনকণ্ঠ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার, ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের হাসনাত গতকাল দুপুরে পায়রা নদীতে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার থেকে জেলে হাসনাত নদীতে পড়ে যায়। গত দুই দিনেও তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করা সম্ভব হয়নি। হাসনাত, মৃত হাবিব হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, ‘প্রতিদিনের মতো পায়রা নদীতে হাসনাত মাছ ধরতে আসেন। গতকাল দুপুরে হঠাৎ করে পায়রা নদীতে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। এ সময় হাসনাত প্রচণ্ড ঝড়ো হাওয়ায় নদীতে পড়ে যায়। ঝড় থামলে স্থানীয় জেলেরা হাসনাতের মাছের ট্রলার খালি দেখতে পেয়ে নদীতে তাকে খোঁজাখুঁজি করে। এ সময় স্থানীয়রা তাকে খুঁজে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়। ডুবুরিদল নিয়ে গতকাল বিকেল থেকে পায়রা নদীতে নিখোঁজ জেলেকে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় জেলেরাও তাদের মাছের ট্রলার দিয়ে নিখোঁজ জেলেকে খুঁজে বেড়াচ্ছে। দুর্ঘটনার দুই দিন পার হলেও নিখোঁজ হাসনাতকে এখনো খুঁজে পাওয়া যায়নি।’
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, ‘প্রচণ্ড ঝড়ো হাওয়ায় হাসনাত গতকাল পায়রা নদীর পানিতে পড়ে ডুবে যায়। নদীতে প্রচণ্ড স্রোত থাকায় তাকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাদের এই উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে।’
জিয়াউল/ সুরাইয়া