ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

কমলগঞ্জে ৪২০০ কৃষকের মুখে হাসি! মিলছে বিনামূল্যে বীজ ও সার

নিজস্ব সংবাদদাতা, কমলগঞ্জ

প্রকাশিত: ১৯:০৭, ২২ এপ্রিল ২০২৫

কমলগঞ্জে ৪২০০ কৃষকের মুখে হাসি! মিলছে বিনামূল্যে বীজ ও সার

ছবি সংগৃহীত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে আউশ (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেল ৪টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই প্রণোদনা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামসুন নাহার পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলমসহ উপকারভোগী কৃষকরা।

কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, "আউশ ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যেই এই প্রণোদনা। এবার কমলগঞ্জ উপজেলার ৪,২০০ জন কৃষককে বিনামূল্যে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হচ্ছে।"

আশিক

×