
এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে নড়াইলের সরুলিয়া গ্রামে আওয়ামী লীগ নেতাকর্মীদের সন্ত্রাসী হামলায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলামের (৫৫) ডান হাতের কব্জি কর্তন করে দিয়েছে। এসময় আহত হয়েছে আরো ২ নেতাকর্মী। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। অপর আহত দুজন হলেন, তার ভাই ইমরান ফকির এবং ওই গ্রামের বাবুল শরিফ।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কব্জি হারানো ফকির মিরাজুল ইসলামের একটি পা কেটে নিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এড়েন্দা বাজারে মিরাজ ফকিরের সাথে প্রতিপক্ষ আওয়ামী লীগের রওশন কাজী গ্রুপের মধ্যে বিরোধের সূত্রপাত ঘটে। এরপর বেলা ১টার দিকে সারুলিয়া গ্রামে মিরাজুল ইসলাম ফকিরের বাড়ির ওপর গিয়ে হামলা চালায় প্রতিপক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা। হামলাকালে মিরাজ ফকিরের ডানহাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়।
এসময় হামলায় মিরাজ ফকিরের ভাই ইমরান ফকির ও একই গ্রামের বাবুল শরিফ গুরুতর জখম হয়। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি মো.আশিকুর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে।
রিফাত