
ছবি: জনকণ্ঠ
‘পরিচ্ছন্ন সবুজ পৃথিবী গড়তে নবায়নযোগ্য জ্বালানি বিস্তারে সম্মিলিত প্রয়াসের আহ্বান আমাদের শক্তি, আমাদের পৃথিবী’ এই স্লোগানে কলাপাড়ায় বিশ্ব ধরিত্রী দিবস-২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
ইলিশের অভয়াশ্রম আন্ধারমানিকসহ সকল নদী-খাল, পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বানে মঙ্গলবার দুপুরে আন্ধারমানিক নদীর তীরে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, পরিবেশ বাঁচাও আন্দোলন কলাপাড়া ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’র যৌথ আয়োজনে প্রায় এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে অংশ নেন পরিবেশপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, নজরুল ইসলাম ও নাজমুস সাকিব প্রমুখ। বক্তারা বলেন, আন্ধারমানিক নদী দখল ও দূষণ থেকে রক্ষার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তাঁরা নদীতীরের সকল অবৈধ স্থাপনা ও ইটভাঁটি অপসারণের দাবি জানান।
শহীদ