ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ছেলের মারধরে গুরুতর আহত বৃদ্ধা মা

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ১১:০৪, ২২ এপ্রিল ২০২৫

ছেলের মারধরে গুরুতর আহত বৃদ্ধা মা

আহত নূরনেছা বেগম।

কলাপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের ঘটনায় ছেলের মারধরের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সী মা নূরনেছা বেগম। ডালবুগঞ্জ ইউনিয়নের মেহেরপুর গ্রামে সোমবার বিকেলে দুঃখজনক এ ঘটনাটি ঘটে। রাতেই বৃদ্ধা মা আহত নূরনেছা বেগম মহিপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছেলে নূরুল ইসলাম তার মাকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন, এ সময় লাঠিপেটায় নূরনেছা বেগমের বাম হাতে গুরুতর জখম হয়। তার দাবি তার হাতটি ভেঙে গেছে। মারধর থামাতে গেলে নুরুল ইসলামের মারধরে তার ছোট ভাইয়ের বউ হামিদা বেগমও আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুয়াকাটার ২০ শয্যার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। 
মা নূর নেছা গণমাধ্যমকে জানান, তার তিন ছেলে একসাথে জমি কিনেছে। ওই জমি এলাকার গণ্যমান্যরা বসে সমান ভাগাভাগি করে দেন। ছোট ছেলে সরোয়ার তার ভাগের জমিতে বেড়া দিতে গেলে নূরুল ইসলাম তাকে মারধর করেন। সেটা থামাতে গেলে তাকেও মারধর করা হয়। এর সুষ্ঠু বিচার চেয়েছেন নূরনেছা বেগম।

অভিযুক্ত নুরুল ইসলামকে মোবাইল করলে তার স্ত্রী মাকসুদা বেগম রিসিভ করে বলেন- ‘আমার স্বামীরে তার ভাইয়েরা মারধর করতে ছিল। ওইসময় নূরনেছা বেগম হয়তোবা থামাইতে যাইয়া আঘাত পাইতে পারে। আমারেও এ সময় মারধর করে। বর্তমানে আমার স্বামী পটুয়াখালীতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

মহিপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, এ সংক্রান্ত দুইটি লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্ত স্বাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মুমু

×