
ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজার বিরুদ্ধে সরকারি চাউল আত্মসাতের অভিযোগ উঠলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
গতকাল ২১ এপ্রিল বিকাল ছয়টার দিকে ৩০ বস্তা খাদ্য বান্ধব কর্মসূচির চাউল অটো ভ্যান যোগে অষ্ট মনীষা থেকে চাটমোহর উপজেলার নতুন বাজার পৌঁছালে সাধারণ জনগণ সরকারি সীলমোহর দেখে ভ্যানটিকে আটক করে এবং পরবর্তীতে দ্রুত পালিয়ে যান কৃষক দলের নেতা।
এ ব্যাপারে চাটমোহর উপজেলার নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী ঘটনা স্থলে আসেন এবং ৩০ বস্তা চাউল সাধারণ জনগণের মধ্যে বিক্রয় করে টাকা সরকারি কোষাগরে জমা করেন।
এ ব্যাপারে ভাঙ্গুরা উপজেলা কৃষক দলের সভাপতি আখিরুজামান মাসুম এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনা স্বীকার করেন অভিযুক্ত কৃষক দল নেতা। পাবনার জেলা কৃষক দলের সভাপতি জনাব আবুল হাশেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিমকে অবহিত করলে তাদের সিদ্ধান্ত মোতাবেক অষ্টমীর আহ্বায়ক সেলিম রেজা কে বহিষ্কার করেন এবং আরো কেউ থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
মুমু