ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ওয়াসা সহ সব সরকারি প্রতিষ্ঠান দৈত্য-দানবে পরিণত হয়েছে গত ষোল বছরে: ব্যারিষ্টার ফুয়াদ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৯:৫৩, ২২ এপ্রিল ২০২৫

ওয়াসা সহ সব সরকারি প্রতিষ্ঠান দৈত্য-দানবে পরিণত হয়েছে গত ষোল বছরে: ব্যারিষ্টার ফুয়াদ

ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

বাংলাদেশের সকল সরকারি প্রতিষ্ঠান দুর্নীতি করতে করতে লুটেরাতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ। 

তিনি বলেছেন, ওয়াসা যেহেতু একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাস্তবতা হচ্ছে ওয়াসার সাধারণ জনগণের সাথে সংশ্লিষ্টতা কোথায়? জুরাইনের একটা মসজিদের টিউবওয়েল থেকে হাজার হাজার মানুষ পানি উঠিয়ে নিচ্ছেন, সেখানে একটা পেমেন্ট ও করতে হচ্ছে। এই কাজটা যে বছরের পর বছর হচ্ছে সেটা কি ওয়াসা জানে? না জানলে সে কেন জানে না? ওয়াসা বলছে গত এক সপ্তাহে তারা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিভিন্ন জায়াগায় গিয়েছে। তারা সেসব জায়গায় পাইপ লাইনগুলো চেক করে দেখেছে সেখানে কোনো ময়লা নেই। বা পোকামাকড় নেই। আমরা ধারণা করছি যে ওয়াটার ট্যাঙ্কিতে ময়লা-পোকামাকড় আছে, অথবা বাড়ির বিল্ডিং এর নিচে যেই রিজার্ভ থাকে সেখান থেকে আসছে। 

ব্যারিষ্টার ফুয়াদ এ সময় ওয়াসার বিবৃতির প্রেক্ষিতে পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আপনারা ধারণা করে কেন বলছেন? আপনারা এটার সমাধান কেন করছেন না? এলাকাবাসীকে নিয়ে আপনারা ওয়াসার পাইপ লাইনটা কেন চেক করালেন না?’

ব্যারিষ্টার ফুয়াদের মতে বাংলাদেশের নাগরিকরা একটা এতীম রাষ্ট্রের নাগরিকে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের কোনো যোগসূত্র নাই। তার অভাব অভিযোগ শোনার মত কোনো প্রতিষ্ঠান নাই। রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান লুটেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। একটা দুইটা ভেতরে এমডি, চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। কিন্তু নিচের যেই সিন্ডিকেটের কথা তারা বলেছে তারা হচ্ছে যারা লাইনম্যানের কাজ করে তারা। এই টোটাল সিন্ডিকেট হচ্ছে বিল দেওয়ার সিন্ডিকেট এবং লাইনের সিন্ডিকেট। মানুষকে জিম্মি করে করে বাংলাদেশের প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একেকটা দৈত্য-দানবে পরিণত হয়েছে গত পাঁচ দশকে।

সূত্র: 

মুমু

×