
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় হারিয়ে যাওয়া একটি পার্সিয়ান প্রজাতির পোষা বিড়ালের সন্ধান পেতে শহরজুড়ে মাইকিং করেছিলেন মোঃ সানাউল্লাহ নামে এক যুবক। শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে শহরের বিভিন্ন জায়গায় এ মাইকিং করা হয়।
বিড়ালটির ছোট ছোট সাতটি বাচ্চা থাকায় সেগুলোকে বাঁচাতে মা বিড়ালটির সন্ধানে মাইকিং করেছিলেন তিনি এবং অবশেষে খোঁজও পাওয়া গেল মা বিড়ালটির।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর দেড়টার দিকে আমতলী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের টিএনটি রোড এলাকার একটি বাড়ি থেকে বের হয়ে ওই বিড়ালটি হারিয়ে যায়। মাইকিং শুনে পরদিন সকালে বিড়ালটি ফেরত দিয়ে যান একজন ব্যক্তি।
বিবেকের তাড়নায় বিড়ালের ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর কথা চিন্তা করেই মা বিড়ালের সন্ধান পেতে মাইকিং করেছেন বলে জানিয়েছেন সানাউল্লাহ। তিনি বলেন, ‘বিড়ালটি যখন আমি বাসায় নিয়ে আসছি, তখন বাচ্চাগুলো এমনভাবে চিল্লাচিল্লি শুরু করছে, মানে হয়েছে টোটাল একটা ইমোশনাল সিচুয়েশন।’
বরগুনার আমতলী পৌরসভার ৫ নং ওয়ার্ডের একটি এলাকায় প্রায় দেড় বছর ধরে বিড়ালটিকে পুষছিলেন এই যুবক। ঘরের বেড়াল ঘরে ফেরাতে এবং বাচ্চাগুলোকে বাঁচাতেই এমন উদ্যোগ নিয়েছিলেন তিনি।
তবে যিনি বিড়ালটিকে ফেরত দিয়েছেন তার পরিচয় গোপন রাখার অনুরোধে পরিচয় প্রকাশ করেননি সানাউল্লাহ।
সূত্র: https://www.youtube.com/watch?v=j39Ve1JkXTU
রাকিব