ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুষ্টিয়ার মিরপুরে সেভেন আপে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের শিশুসহ ৩ নারী নিখোঁজ

নিজস্ব সংবাদদাতা, মিরপুর, কুষ্টিয়া

প্রকাশিত: ০০:০৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০০:০৫, ২২ এপ্রিল ২০২৫

কুষ্টিয়ার মিরপুরে সেভেন আপে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের শিশুসহ ৩ নারী নিখোঁজ

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পশ্চিম রানাখড়িয়া গ্রামে সেভেন-আপের সঙ্গে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের তিন নারী ও এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে এই রহস্যজনক ঘটনাটি ঘটে।

নিখোঁজরা হলেন, আবু দর রাজ্জাকের কন্যা আফরোজা খাতুন (১৬), মো. রানার কন্যা অথৈই খাতুন (১৭), মো. আরিফুল ইসলামের কন্যা আনিকা খাতুন (২১) এবং আনিকার ১৯ মাস বয়সী শিশু পুত্র মো. আনাছ।

নিখোঁজ আনিকা খাতুনের মা সাজেদা খাতুন জানান, "গত রাতে আমরা পরিবারের সকলেই রাতের খাবার একসাথে শেষ করি। পরবর্তীতে আমার ভাসুরের কন্যা, আমার ননদের নাতনী ও আমার কন্যা সকলে একত্রে বাড়িতে ১ লিটার এর একটি সেভেন-আপ কোমল পানীয় নিয়ে আসে। এসময় উক্ত সেভেন-আপ আমার কন্যা পরিবারের সকলকেই গ্লাসে ঢেলে খাইয়ে দেয়। উক্ত সেভেন-আপ খাওয়ার পরপরই আমরা সকলেই ঘুমিয়ে যায়।"

তিনি আরও জানান, রাত আনুমানিক ১টার দিকে অথৈই-এর মামা ফিরোজ আলী কর্মস্থল থেকে ফিরে ঘরের দরজা খোলা দেখতে পান। তিনি ডাকাডাকি করলে পরিবারের সদস্যরা অসুস্থ অবস্থায় জ্ঞান ফিরে পান এবং দেখতে পান, আফরোজা, অথৈই, আনিকা ও শিশু আনাছ নিখোঁজ। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

এ ঘটনায় সোমবার (২১ এপ্রিল) মিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “চারজন নিখোঁজ হওয়ার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আমরা সম্ভাব্য সব দিক মাথায় রেখে কাজ শুরু করেছি।”

নিখোঁজদের পরিবারের সদস্যরা দ্রুত তাদের সন্ধান চেয়ে প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেছেন।

ইমরান

×