ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ছাত্রদলের উপর আক্রোশের বশে পারভেজকে হত্যা করা হয়েছে: ইশরাক হোসেন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ২১ এপ্রিল ২০২৫

ছাত্রদলের উপর আক্রোশের বশে পারভেজকে হত্যা করা হয়েছে: ইশরাক হোসেন

ছবি: জনকণ্ঠ

‘সাধারণ একটি ঘটনায় পারভেজকে হত্যার ঘটনায় স্পষ্টতই বোঝা যায় যে ছাত্রদলের উপর আক্রোশের বশে পারভেজকে হত্যা করা হয়েছে।’
‘আমরা লক্ষ্য করেছি যে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপর সারা দেশব্যাপী বিভিন্ন ক্যাম্পাসে একেক সময় একেক নামে ছাত্রদলের ছাত্রদের উপর হামলা করা হচ্ছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা হচ্ছে।’

জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিবাদ কর্মসূচীর অংশ হিসেবে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে  ছাত্রদলের বিক্ষোভ পরবর্তী সমাবেশে বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন এসব কথা বলেন।  

এসময় তিনি আরও বলেন, ‘বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয়েছিলো প্রায় ২৭ টি ছাত্র সংগঠনকে সাথে নিয়ে খুনি , স্বৈরাচারী হাসিনার পতনের লক্ষে। হাসিনা পালিয়ে যাওয়ার পরও এটার কোনও প্রয়োজনীয়তা দেখিনা। বর্তমানে এটার বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি , লুটপাট দখলদারি, হত্যা, ইজারা-দখল সহ একটি অর্থনৈতিক একটি গোষ্ঠী  লাভবান হওয়ার চেষ্টা করছে।’   

রাজনৈতিক দল গঠন করার পর এই সংগঠনের আর কোনো প্রয়োজন থাকবে না, তাহলে এখনো কেন তাদের কর্মকাণ্ড রয়েছে। এমন প্রশ্নের পাশাপাশি হত্যার ঘটনায় বৈষম্য-বিরোধী ছাত্র-আন্দোলনের অভিযুক্ত ব্যক্তিদের রক্ষার জন্য বৈষম্য-বিরোধী ছাত্র-আন্দোলনের নেতৃবৃন্দের বিভ্রান্তিমূলক বক্তব্যের বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। 

এছাড়া তিনি বলেন বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাসের কোনও ঠাই হবে না। বেনসন গ্যাং এবং হত্যাকারীদের যারা রক্ষা করার চেষ্টা করবে তাদেরকে বাংলাদেশের জনগণ হত্যার জন্য দায়ী করবে। আর তাদেরকে প্রতিহত করার হুশিয়ারিসহ হত্যার সঙ্গে জড়িতদের আটক করার জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটামও দেন তিনি।

এর আগে, শনিবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জাহিদুল ইসলাম পারভেজের সঙ্গে তর্কাতর্কি হয় তারই বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর। একপর্যায়ে দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ২২৩ ব্যাচের শিক্ষার্থী জাহিদুলকে একদল যুবক ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় জাহিদুলকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

আবুবকর

×