ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আদালত প্রাঙ্গণেই আওয়ামী লীগ সমর্থক চার আইনজীবীকে ডিম নিক্ষেপ

প্রকাশিত: ২৩:১২, ২১ এপ্রিল ২০২৫

আদালত প্রাঙ্গণেই আওয়ামী লীগ সমর্থক চার আইনজীবীকে ডিম নিক্ষেপ

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ছাত্র-জনতার ওপর হামলার মামলায় জামিন নামঞ্জুর হওয়ায় আওয়ামী লীগপন্থি চার আইনজীবীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২১ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন।

আদালত থেকে প্রিজনভ্যানে করে তাদের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা আইনজীবীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন। এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা।

জামিন বাতিল হওয়া চার আইনজীবী হলেন কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) মুস্তাফিজুর রহমান লিটন, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাইফুল ইসলাম ভূঁইয়া ও জাকির হোসেন। এছাড়া আদালতে অনুপস্থিত থাকায় আরও দুই আইনজীবী—জিয়াউল হাসান চৌধুরী সোহাগ ও সাবেক সহকারী পিপি (এপিপি) এ এন এম মহিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কাইমুল হক রিংকু জানান, উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ায় ২৬ জন আসামি আইনজীবীর মধ্যে ২৪ জন আদালতে হাজির হন। শুনানি শেষে আদালত চারজনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অনুপস্থিত দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩ আগস্ট কুমিল্লা পুলিশ লাইনস এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি কুমিল্লা মহানগর শাখার আন্দোলনকারী সংগঠক মো. ইনজামুল হক রানা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারসহ ২৬১ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও প্রায় ২০০ জন অজ্ঞাতনামাকে আসামি করা হয়।

মোট ২৬ জন আইনজীবীকে ওই মামলার আসামি করা হয়। মামলার শুনানির দিন আদালত চত্বরে ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী অভিযুক্তদের বিচারের দাবিতে স্লোগান দেন। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে চার আইনজীবীকে কারাগারে পাঠানো হয়, এ সময় উত্তেজিত জনতা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানান।

পিপি কাইমুল হক রিংকু বলেন, "আমরা আদালতে জানিয়েছি, ছাত্র-জনতার ওপর নারকীয় হামলা চালানো হয়েছে। এতে অনেকেই আহত হয়েছেন। এ ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।"

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/1Am3FKyKeD/

এম.কে.

×