ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বরিশালে র‍্যাবের উপর হামলা: গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ২২:১১, ২১ এপ্রিল ২০২৫

বরিশালে র‍্যাবের উপর হামলা: গুলিতে মাদক ব্যবসায়ী নিহত

ছবি: প্রতীকী

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সাহেবের হাটের বাঁশবাড়ি এলাকায় সোমবার সন্ধ্যায় র‌্যাবের একটি মাদকবিরোধী অভিযানে হামলার ঘটনা ঘটেছে। 

সাদা পোশাকে র‌্যাব সদস্যরা অভিযানে গেলে র‌্যাব সদস্যদের ওপর আকস্মিকভাবে মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে গুলিবর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের সময় র‌্যাব সদস্যরা হামলার মুখে পড়ে আত্মরক্ষার্থে লাঠিচার্জ করে। অপরদিকে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় সিয়াম মোল্লা ও রাকিব মোল্লা নামের দুইজন মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন।  

এছাড়া র‌্যাবের লাঠির আঘাতে আরও দুইজন আহত হয়েছেন। তাদের নাম ও পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় সিয়াম ও রাকিবকে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক গুলিবিদ্ধ সিয়ামকে মৃত বলে ঘোষণা করেন। অপর গুলিবিদ্ধ রাকিবকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  

নির্ভরযোগ্য একটি গোয়েন্দা সূত্রে জানা গেছে, ‘মাদক ব্যবসায়ীদের ছোড়া গুলিতেই সিয়াম ও রাকিব গুলিবিদ্ধ হয়েছে।’

নিহত সিয়াম মোল্লা (২২), উজিরপুর উপজেলার বাহেরঘাট এলাকার বাসিন্দা রিপন মোল্লার ছেলে এবং আহত রাকিব একই এলাকার খালেক মোল্লার ছেলে। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে নিশ্চিত করেছেন পুলিশ।

মোহনকাঠী গ্রামের ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হাসান মৃধা জানিয়েছেন, ‘একটি ইজিবাইক থেকে কতিপয় অপরিচিত ব্যক্তি গুলিবিদ্ধ যুবককে তার মোটরসাইকেলে তুলে দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য বলেছেন। সিয়াম নামের ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’ 

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাকিয়া রহমান জানিয়েছেন, ‘হাসপাতালে আনার আগেই সিয়াম নামের ওই যুবকের মৃত্যু হয়েছে। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।’ 

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, ‘খবর পেয়ে নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউর রহমান জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

অপরদিকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনার কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে ওই এলাকায় র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা পুরো ঘটনা খতিয়ে দেখছেন। 






 

সুরাইয়া

×