
ছবি সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতোলা গ্রামে একটি ফসলের জমি থেকে জোহর আলী মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। নিহত জোহর আলী ওই গ্রামের আঃ গফুর মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতোলা গ্রামের এক কৃষক সকালে জমিতে কাজ করতে গিয়ে রক্তাক্ত অবস্থায় জোহর আলীর মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী ঘটনাস্থলে ছুটে আসে।
সংবাদ পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। তিনি বলেন, নিহতের ছেলে মো: মিজান(৩৫) লাশের পরিচয় সনাক্ত করেছেন ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এর আগেও এ বিরোধের জেরে একটি হত্যাকাণ্ড ঘটে। জোহর আলীর মৃত্যুকেও অনেকে সেই পুরোনো দ্বন্দ্বের ধারাবাহিকতা বলেই মনে করছেন।
গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল হক বলেন, “এই গ্রামে এর আগেও একটি হত্যাকাণ্ড হয়েছে। এবারও নিহত ব্যক্তির স্বজনরা পূর্বের বিরোধে থাকা প্রতিপক্ষের দিকেই অভিযোগ তুলছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত প্রয়োজন।”
আশিক