ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বালু ব্যবসা ঘিরে চাঁদাবাজির মামলা

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী

প্রকাশিত: ২১:৩৪, ২১ এপ্রিল ২০২৫

বালু ব্যবসা ঘিরে চাঁদাবাজির মামলা

রাজবাড়ী জেলার দৌলতদিয়া ঘাট এলাকায় বালু ব্যবসাকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছে বাকেন প্রামাণিকসহ ৫ জনের বিরুদ্ধে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ ফারুক নামের একজনকে গ্রেপ্তারও করেছে। তবে অভিযোগপত্রে নাম থাকা ব্যক্তিরা বলছেন, এটি আসলে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তৈরি হওয়া একটি ভুল বোঝা-বুঝি। মামলার বিবরণে জানা যায়, মেসার্স ফাইভ স্টার এন্টারপ্রাইজ গত ১৯ এপ্রিল দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকায় বাল্কহেড থেকে বালু আনলোড করার সময় অপর বালু ব্যবসায়ী বাকেন প্রামাণিক ও তার সহযোগীরা মেসার্স ফাইভ স্টার এন্টারপ্রাইজের মালিক মিলন খানের কাছ থেকে নগদ এক লাখ টাকা এবং প্রতিটি বালুর বডির (বাল্কহেড) জন্য ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবি পূরণ না করায় আনলোড ড্রেজার বন্ধ করে দেয়া হয় বলে অভিযোগ করেন মিলন খান।
ঘটনার পরপরই মিলন খান গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামকে বিষয়টি জানান এবং পরে থানায় উপস্থিত হয়ে দৌলতদিয়া নুরু মন্ডল পাড়া ইউসুফ শেখের ছেলে মো. বাকেন শেখ (৪২), বাহিরচর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়া মো. জালাল মোল্লার ছেলে মো. ফারুক মোল্লা (২৭), গোয়ালন্দ পৌর ২নং ওয়ার্ড দেওয়ান পাড়া মৃত্যু সেকেন দেওয়ানের ছেলে মো. হানিফ দেওয়ান (৫৫), দৌলতদিয়া হোসেন মণ্ডল পাড়ার ইসলাম প্রামাণিকের ছেলে মো. জীবন প্রামাণিক, বাহিরচর দৌলতদিয়া সাত্তার মেম্বার পাড়ার মো. শহিদ খানের ছেলে মো. শাহিন খান (৪০) নাম উল্লেখ করে আরও ৩/৪ জনের নাম অজ্ঞাত রেখে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন।
মিলন খান বলেন, ‘বাকেন প্রামাণিকের সঙ্গে পূর্বে বালু ব্যবসা ছিল, কিন্তু ঈদের পর আমি অন্য জায়গা থেকে বালু সংগ্রহ শুরু করি। এরপর থেকেই সে আমার ড্রেজার কার্যক্রমে বাধা দিতে থাকে।’ অন্যদিকে অভিযুক্ত বাকেন প্রামাণিক অভিযোগ অস্বীকার করে জানান, “মিলনের সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক ছিল এবং তার কাছে আমি ৬০ হাজার টাকা পাওনা আছি। আমি শুধু সেই পাওনা টাকাই চাইতে গিয়েছিলাম। কিন্তু সে উল্টো আমার নামে মামলা করেছে।” ঘটনার তদন্তে থাকা গোয়ালন্দ ঘাট থানা এসআই মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, “চাঁদাবাজির মামলায় ফারুক নামের একজন ইজাহারভুক্ত আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

প্যানেল

×