ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আখাউড়ায় ট্রেন থেকে ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

মোঃ সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ২১:৩১, ২১ এপ্রিল ২০২৫

আখাউড়ায় ট্রেন থেকে ৯ হাজার প্যাকেট ভারতীয় আতশবাজি উদ্ধার

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে রেলওয়ে পুলিশের একটি বিশেষ অভিযানে আমদানি নিষিদ্ধ ভারতীয় আতশবাজির একটি বড় চালান আটক করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে আটকের সত্যতা নিশ্চিত করেছেন আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার। এর আগে রোববার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া রেলওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. এরশাদুর রহমান ও আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

ওসি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনে মাছের খাদ্যের পার্সেলের আড়ালে ভারতীয় আতশবাজি পরিবহন করা হচ্ছে। ট্রেনটি আখাউড়া রেলস্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে থামলে পুলিশ পার্সেল বগিতে তল্লাশি চালিয়ে ১০ টি বস্তায় ৮ হাজার ৯শ প্যাকেট আতশবাজি উদ্ধার করে, যার বাজারমূল্য আনুমানিক প্রায় ৩ লাখ ৩৮ হাজার টাকা।

এ ঘটনায় পার্সেলের বুকিং কপিতে থাকা তথ্য অনুযায়ী আজাদ ও রাসেল মিয়া নামের দুইজন এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে আখাউড়া রেলওয়ে থানায় বিস্ফোরক দ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 

আবীর

×