
মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় দু’পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে।
সোমবার উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষ বাধে। আহত ছাত্রদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে বড়ইকান্দি ভাটেরচর গ্রামের তাহিন (১৬), জোবায়ের (১৫), আবদুল্লাহ (১৫), সাইফুল ইসলাম (১৭) এবং ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে সাঈদ (১৬)। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষের দুই অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ হবে।
প্যানেল