ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কুয়াকাটায় ডাকবাংলো কাম সাইক্লোন শেল্টার জীর্ণদশা

নিজস্ব সংবাদদতা, কলাপাড়া, পটুয়াখালী

প্রকাশিত: ২১:২২, ২১ এপ্রিল ২০২৫

কুয়াকাটায় ডাকবাংলো কাম সাইক্লোন শেল্টার জীর্ণদশা

কলাপাড়া : কুয়াকাটার ডাকবাংলো কাম সাইক্লোন শেল্টার ভবন যেকোনো সময় ধসে পড়ার শঙ্কা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নিয়ন্ত্রণাধীন কুয়াকাটার ডাকবাংলো কাম সাইক্লোন শেল্টার ভবনের এখন জীর্ণদশা। বহুতল এ ভবনটির মূল পিলারে ফাটল ধরেছে। পিলারের রড বেরিয়ে গেছে। প্রতিনিয়ত পিলার ও ছাদের পলেস্তরা খসে পড়ছে। ভবনটির পাশ দিয়ে সড়কে ভারী যাবাহন চলাচলে ভবনটিতে ঝাকুনি খায়। ঝুঁকিপূর্ণ এই বাংলো কাম সাইক্লোন শেল্টারটি ধসে পড়ার শঙ্কায় রয়েছেন স্থানীয়রা। এ ভবনটির পাশেই লতচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে শত শত শিশুদের চলাচলে চরম ঝুঁকি রয়েছে। জীর্ণদশার  তিনতলা এই ভবনটি এখন পর্যটকসহ প্রাইমারি স্কুলের শিশুদের কাছে আতঙ্কে পরিণত হয়েছে। ভবনটি অপসারণ করার দাবি শিশু শিক্ষার্থী তাদের শিক্ষকসহ স্থানীয়দের।
কুয়াকাটার কেরানিপাড়ার বাসীন্দা রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন সভাপতি এমং তালুকদার জানান, তার বাবা প্রয়াত বাচিং তালুকদারের দান করা জমিতে ওই সময় সাইক্লোন শেল্টার কাম প্রাইমারি স্কুল করা হয়। তিনি বলেন,  ‘সম্ভবত-৭৪-৭৫ সালের দিকে এই ভবনটি নির্মাণ করে সাইক্লোন শেল্টার ও প্রাইমারি স্কুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।’  পরবর্তীতে ১৯৯৮ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এটিকে ডাক বাংলোতে পরিণত করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, এই স্কুলের দুইদিকে ঘেরা ঝুকিপূর্ণ ভবনে ডাকবাংলোটি। ৭-৮ বছর ধরে ভবনটির ভগ্নদশা। তাই ছাত্র-ছাত্রী নিয়ে সারাক্ষণ ভয়ে থাকতে হয়। তারা শিশুদের সতর্ক করেছেন। এমনকি ভবনঘেষা খেলার মাঠটি পর্যন্ত শিশুরা ব্যবহার করতে পারছে না। বড় ধরনের দূর্ঘটনা এড়াতে জীর্ণদশার ভবনটি দ্রুত অপসারণের দাবি তার। বহুবার বিষয়টি এলজিইডিকে জানানো হয়েছে বলে তিনি জানান।
কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ইয়াসীন সাদেক জানান, বিষয়টি নিয়ে এলজিইডির উপজেলা প্রকৌশলীর সাথে কথা হয়েছে। উপজেলার মাসিক সভায় তিনি বিষয়টি উপস্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেছেন।
এলজিইডির কলাপাড়া উপজেলা প্রকৌশলী মোহাম্মদ সাদেকুর রহমান জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ার পরই পরিত্যক্ত ঘোষণা করে ভবনটি অপসারণের প্রস্তাব প্রেরণ করা হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন শেষে যথাসম্ভব দ্রুত এটি অপসারণের চেষ্টা চলছে।
মুন্সীগঞ্জে দুই গ্রুপ
ছাত্রের সংঘর্ষে
আহত ৫

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচজন আহত হয়েছে। এ ঘটনায় গজারিয়া থানায় দু’পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছে।
সোমবার উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষ বাধে। আহত ছাত্রদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে। আহতদের মধ্যে বড়ইকান্দি ভাটেরচর গ্রামের তাহিন (১৬), জোবায়ের (১৫), আবদুল্লাহ (১৫), সাইফুল ইসলাম (১৭) এবং ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে সাঈদ (১৬)। গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দু’পক্ষের দুই অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ হবে।

প্যানেল

×