ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ নেতাকর্মী আটক

প্রকাশিত: ২১:২২, ২১ এপ্রিল ২০২৫

আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে ৭ নেতাকর্মী আটক

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতিকালে সাতজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ ধারণা করছে, তারা সেখানে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন।

আটককৃতরা হলেন— আবুল, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল, শাহ আলম, তপন এবং রাসেল। এদের মধ্যে আবুল লালপুর পুকুরপাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদার। তিনি নিজেকে যুবলীগ নেতা হিসেবে পরিচয় দেন এবং ছাত্রহত্যা মামলার আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় আওয়ামী লীগের একটি মিছিল আয়োজনের প্রস্তুতি চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাতজনকে আটক করে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, “আজ ভোরে শিবু মার্কেট এলাকা থেকে সাতজনকে আটক করা হয়েছে। তারা কেউ রাজমিস্ত্রি, কেউ বা অন্য পেশার পরিচয় দিচ্ছেন। তাদের পরিচয় যাচাই করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আটকদের একজন জানিয়েছেন, তিনি আওয়ামী লীগের প্রায় সব কর্মসূচিতেই অংশ নিতেন। তাদের মোবাইল ফোনসহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

ভিডিও দেখুন: https://www.facebook.com/share/v/1EePeEqJQg/

এম.কে.

×