ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মাদারীপুরের ডাসারে চড়ক মেলা অনুষ্ঠিত

মোঃ জাফরুল হাসান, কালকিনি 

প্রকাশিত: ২১:১৬, ২১ এপ্রিল ২০২৫

মাদারীপুরের ডাসারে চড়ক মেলা অনুষ্ঠিত

ছবি: জনকণ্ঠ

মাদারীপুরের ডাসার উপজেলার শশীকরে ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়। 

তবে শরীরে বড়শি বিধিয়ে চরকিতে ঘোরানোর দৃশ্যটা শুনলেই গা শিউরে ওঠে। এই দৃশ্য নিজের চোখে দেখা এক ভিন্ন অভিজ্ঞতা। তাই প্রায় আড়াইশত বছরের ঐতিহ্যবাহী এই মেলার মূল আকর্ষন হলো পিঠে বড়শি গেঁথে চরকিতে ঘোরানো। 

এদিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে এ মেলার মূল আকর্ষণ চকরি ঘোরানো খেলাটি বন্ধ হয়ে যায়। অপরদিকে এই মেলা দেখার জন্য স্থানীয়দের পাশাপাশি আশেপাশের উপজেলার দূরদূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উপভোগ করতে।

তাছাড়া গ্রামীণ আবহমান বাংলার ঐতিহ্য বাহী এই মেলায় বিভিন্ন প্রকার খাবারের পাশাপাশি শিশুদের খেলনা ও গ্রামীণ তৈজসপত্র কিনতে অনেক দূরদূরান্ত থেকে আসে হাজার হাজার মানুষ। 

এ ব্যাপারে নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, হঠাৎ কালবৈশাখী ঝড়ের কারণে মেলার মূল আকর্ষণ চকরি ঘোরানোটি বন্ধ হয়ে যায়। তবে প্রতিবছরের ন্যায় এ বছরও এই মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে।
 

শহীদ

×