ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধে গৃহবন্দি বড় ভাই

সংবাদদাতা, সরিষাবাড়ী (জামালপুর)

প্রকাশিত: ২০:৫৫, ২১ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ীতে পারিবারিক বিরোধে গৃহবন্দি বড় ভাই

জামালপুরের সরিষাবাড়ীতে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের যাতায়াতের একমাত্র পথ ইটের দেয়াল দিয়ে বন্ধ করে গৃহবন্দি করে রেখেছেন ছোট ভাই—এমন অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার এলাকায়। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম জাহাঙ্গীর আলম। ভুক্তভোগী বড় ভাই মাসুদ রানা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সম্প্রতি জাহাঙ্গীর তাদের বসতঘরের সামনের রাস্তা ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দেন, ফলে যাতায়াতের পথ একেবারেই বন্ধ হয়ে গেছে।

মাসুদ রানা জানান, “দেয়াল তোলার ফলে আমরা এখন পরিবারসহ গৃহবন্দি। বাইরে যেতে হলে দেয়াল টপকে যেতে হচ্ছে। বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি, কিন্তু এখনো কোনো প্রতিকার পাইনি।”

অন্যদিকে, অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, “আমি আমার জায়গাতেই দেয়াল তুলছি। আমার বড় ভাই নিজের জায়গার বাইরে গিয়ে আরও দুই শতাংশ জমি জোর করে দখল করে রেখেছিল। তারাই আগে কোনো রাস্তা রাখেনি।”

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নুসরাত

×