ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই দল ছাত্রের সংঘর্ষে ৫ ছাত্র আহত

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ

প্রকাশিত: ১৮:২৯, ২১ এপ্রিল ২০২৫

মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনায় দুই দল ছাত্রের সংঘর্ষে ৫ ছাত্র আহত

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের গজারিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাটেরচর দেওয়ান আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের মাঝে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হয়েছে। এ ঘটনা গজারিয়া থানায় দু'পক্ষ লিখিত অভিযোগ দায়ের করেছ।

সোমবার বেলা ১১ টায় উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের ভাটেরচর বাস স্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয় প্রাঙ্গণে সংঘর্ষ বাধে।

ভুক্তভোগী শিক্ষার্থী ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির শিক্ষার্থী স্থানীয় আনারপুরা ও বড়ইকান্দী ভাটেরচর গ্রামের বাসিন্দা দুইদল ছাত্রের মধ্যে রোববার বিদ্যালয়ের ক্লাস রুমে টেবিলে বসা, শুয়ে থাকা নিয়ে কথাকাটি হয়। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনারপুরা গ্রামের কয়েকজন শিক্ষার্থী বহিরাগতদের সহযোগিতায় বড়ইকান্দী ভাটেরচর গ্রামের বাসিন্দা চার ছাত্রকে হকিস্টিক ও কাঠের ডাসা দিয়ে পিটিয়ে জখম করে।

আহত মো. সাঈদ বলেন, ক্লাসের বেঞ্চে তাহিন শুয়ে ছিলো, আমি তাকে উঠতে বললে সে আমাকে বকাঝকা শুরু করে। তাদের গ্রামে স্কুল সে কারণে এরা দূর এলাকার ছাত্রদের সাথে খারাপ আচরণ করে।

আহত ছাত্রদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হয়েছে।
আহতদের মধ্যে বড়ইকান্দি ভাটেরচর গ্রামের তাহিন (১৬), জোবায়ের (১৫), মো: আবদুল্লাহ (১৫), সাইফুল ইসলাম (১৭) এবং ভবেরচর ইউনিয়নের আনারপুরা গ্রামে মো. সাঈদ (১৬)। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলম আজাদ জানান, পুলিশ ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুই পক্ষে দুই অভিভাবক লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ হবে।

একপক্ষে অভিযোগ করেন আহত তাহিনের মা জেসমিন বেগম ও অপর পক্ষে সাঈদের মা শাহিদা বেগম। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আবীর

×