
ছবি: সংগৃহীত
রাজধানীর বনানী এলাকায় ব্যাটারিচালিত রিকশাচালকদের হামলার শিকার হয়েছেন দুই বাইকার। তাদের সড়ক অবরোধ এবং চলাচলে বাধা দেওয়ার ভিডিও ধারণ করায় এই হামলা চালানো হয়। এছাড়াও আন্দোলনকারীরা বনানী থানা এলাকায় থাকা ট্রাফিক পুলিশ বক্সে হামলার চেষ্টা চালিয়েছে।
সোমবার (২১ এপ্রিল) দুপুরে বনানীর ১১ নম্বর রোডে এ ঘটনা ঘটে। ঘটনাটি নিশ্চিত করেছেন বনানী থানার তদন্ত কর্মকর্তা একেএম মইন উদ্দিন। তিনি বলেন, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ রেখেছে গুলশান সোসাইটি। গত দুইদিন থেকে এই এলাকায় কোনো প্রকার ব্যাটারিচালিত অটোরিকশা চলছে না। কিন্তু বিষয়টি মানতে পারছে না ব্যাটারিচালিত রিকশাচালকরা। তারা আজ সকাল থেকে গুলশান এলাকার বিভিন্ন সড়কে লোকজনকে বাধা দিচ্ছে। দুই বাইকারকে হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে।
এছাড়া তারা বনানীতে থাকা ট্রাফিক বক্সে হামলার চেষ্টা চালিয়েছিল। তবে সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। ফলে তেমন কিছু ঘটাতে পারেনি। কাউকে ছাড়া দেওয়া হবে না।
জানা গেছে, গুলশান এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধে উদ্যোগ নেয় গুলশান সোসাইটি এবং ট্রাফিক পুলিশ। তারই অংশ হিসেবে গত দুইদিন থেকে সেই এলাকায় কোনো ব্যাটারিচালিত রিকশা প্রবেশ করতে দেওয়া হয়নি। কিন্তু ব্যাটারিচালিত রিকশা শ্রমিকরা গুলশানে রিকশা চালাবেন, এ দাবিতে আন্দোলন করছেন।
এর আগে, শনিবার (১৯ এপ্রিল) গুলশানের বিভিন্ন সড়কে গুলশান সোসাইটির ব্যানারে চলাচলকারী রিকশাচালকদের মারধর এবং চলাচলে বাধা দিয়েছেন তারা। পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। সেদিন তারা ঘোষণা দিয়েছিল ব্যাটারিচালিত অটোরিকশা গুলশানে চলতে না দেওয়া হলে তারা অন্য রিকশাচালকদের প্রতিহত করবেন।
শহীদ