ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সেচযন্ত্রের ঘরে আশ্রয়: সেই ঘরের ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৮:০৮, ২১ এপ্রিল ২০২৫

সেচযন্ত্রের ঘরে আশ্রয়: সেই ঘরের ওপর বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু

ছবি: সংগৃহীত

জেলার পাকুন্দিয়ায় বজ্রাঘাতে তাহের উদ্দিন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য এবং একই এলাকার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। বজ্রপাতের ঘটনায় আল আমিন (৪০) ও হেলাল উদ্দিন (৪৫) নামে আরও দুইজন কৃষক আহত হয়েছেন। আজ সোমবার (২১ এপ্রিল) সকালে জাঙ্গালিয়া চরকাওনা মইষাকান্দা গ্রামে এ হতাহতের ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় জানায়, ওইদিন সকাল সাড়ে ৭টার দিকে বাড়ির পাশে নিজ জমিতে সবজি খেতে কাজ করছিলেন নিহত তাহের উদ্দিন। এ সময় আকস্মিক ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হলে তিনি এবং পাশের জমিতে কাজ করা আরও দুইজন কৃষক পাশের একটি সেচযন্ত্রের (নলকূপ) ঘরে আশ্রয় নেন। এ সময় ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান তাহের উদ্দিন। আহত হন তার সঙ্গে থাকা আল আমিন ও হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেন গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মাজহার মান্না/ফারুক

×