
ছবি: জনকণ্ঠ
নেত্রকোনার আটপাড়া উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে হামলার অভিযোগে দায়ের করা মামলায় কামাল হোসেন তালুকদার নামে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (২০ এপ্রিল) রাতে রাজধানীর পল্টন এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আটপাড়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। কামাল হোসেন তালুকদার আটপাড়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। তিনি মামলার তিন নম্বর আসামি।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, গত ১লা বৈশাখ (১৪ এপ্রিল) দুপুরে আটপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন মুক্তমঞ্চে প্রশাসন আয়োজিত বর্ষবরণের অনুষ্ঠান চলাকালে উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন তালুকদারসহ কয়েকজন নেতা-কর্মী হাজির হয়ে মঞ্চের ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় ইউএনওসহ কর্মকর্তারা তাদের বাধা দিতে চাইলে ওই নেতারা তাদেরও লাঞ্ছিত করার চেষ্টা করেন।
এছাড়া অনুষ্ঠানের উপস্থাপককে মারধর করে মাইক কেড়ে নেন এবং ইউএনওকে অশ্রাব্য গালমন্দসহ ফ্যাসিস্টের দোসর হিসেবে আখ্যায়িত করেন। এতে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। ঘটনার পর দিন (মঙ্গলবার) দুপুরে ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন বাদী হয়ে তিনজনের নামোল্লেখসহ অজ্ঞাতনামা ১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতেই রবিবার রাতে কামাল হোসেন তালুকদারকে ঢাকার পল্টন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান জানান, কামাল হোসেনকে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শহীদ