
ছবি: জনকণ্ঠ
খাগড়াছড়ির দীঘিনালার ফ্রি মেডিকেল ক্যাম্পসহ অসুস্থদের মাঝে ওষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন বর্ডার গার্ড বাংলাদেশ বাবুছড়া ৭ বিজিবি।
সোমবার (২১ এপ্রিল) সকাল ১০:০০ দীঘিনালা উপজেলার ৫নং বাবুছড়া ইউনিয়নের ৭ বিজিবি ক্যাম্পের মাঠে এই ফ্রি মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেন। এতে বাবুছড়া ইউনিয়নের দুর-দুরান্ত থেকে পাহাড়ী বাঙালি অসহায় মানুষেরা চিকিৎসা নিতে ছুটে আসেন।
এসময় চিকিৎসা নিতে আসা প্রদীপ বিকাশ চাকমা বলেন, আমার শরীরের ও হাঁটুর ব্যাথার সমস্যা নিয়ে এসে চিকিৎসাসহ ওষুধ পেয়েছি, বিজিবির এই চিকিৎসা সেবা পেয়ে আমরা খুবই উপকৃত।
বাবুছড়া ইউনিয়ন সদস্য জাকির হোসেন ৭ বিজিবির এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, উপজেলার সবচেয়ে দূর্গম বাবুছড়া এই তাই এই ধরনের মেডিকেল ক্যাম্প জনসাধারণের অনেক উপকারে আসবে।
চিকিৎসা প্রদানকালে ডা. মেজর সুহিল ইবনে আজম বলেন, বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির অধিনায়ক এর নির্দেশনায় বাবুছড়া আশেপাশের পাহাড়ী বাঙ্গালী ৩৮০ রোগীর মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় বাবুছড়া ব্যাটালিয়ন ৭ বিজিবির অধিনায়ক লেঃকর্নেল এস এম রেজাউর রহমান, পিএসি সিগন্যাল বলেন, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি প্রান্তিক এলাকার চিকিৎসা সেবাসহ যেকোনো দূর্যোগে এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখতে এধরণের মানবিক কার্যক্রম সবসময় চলমান থাকবে।
শহীদ