
ছবি: সংগৃহীত
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ।
গতকাল রোববার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টায় বরিশাল শহরের গোরস্থান রোড করিম কুটির এলাকায় নিজ বাসভবন থেকে শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম হাওলাদার বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল ইউনিয়নের বামনিকাঠি গ্রামের মৃত মন্নান হাওলাদারের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের একটি ইটভাটা রয়েছে। ওই ইট ভাটার ইট বিক্রয় করার কথা বলে বরিশাল শহরের ব্যবসায়ী মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল দুই ব্যক্তির থেকে ২০২২ সালে ২৭ লাখ করে দুজনের কাছ থেকে ৫৪ লাখ টাকা নগদ গ্রহণ করেন। প্রমাণ হিসেবে শহিদুল ইসলাম দুটি চেক প্রদান করেন। চেয়ারম্যান শহিদুল ইসলাম ব্যবসায়ী মনিরুল ইসলাম ও মোস্তফা কামালকে ইটভাটা থেকে ইট না দিয়ে নাজেহাল করতে থাকেন। পরবর্তীতে ২০২৩ সালে ওই দুই ব্যক্তি টাকা উত্তোলন করতে শহিদুলের দেয়া চেক নিয়ে ব্যাংকে গেলে সেখানে পর্যাপ্ত টাকা না থাকায় চেক ডিসঅনার হয়।
গত ২০২৩ সালে ৩০ দিনের মধ্যে চেক মূলে পাওনা টাকা পরিশোধ করার জন্য আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দেওয়া হয় শহিদুল ইসলামকে। নোটিশের সময় অতিবাহিত হলে শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেন মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল। উক্ত দুই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর বরিশাল জেলা দায়রা জজ আদালত আসামি শহিদুল ইসলামকে এক বছর করে দুই বছর বিনাশ্রম কারাদণ্ড ও চেকের সমপরিমাণ অর্থদণ্ড দেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল কোতোয়ালি থানাধীন গোরস্থান রোড করিম কুটির এলাকায় শহিদুলের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একই বছরের দুটি সি.আর মামলায় এক বছর করে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। আজ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
আবীর