ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভাসানচর নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে  

নিজস্ব সংবাদদাতা, হাতিয়া  

প্রকাশিত: ১৬:০৭, ২১ এপ্রিল ২০২৫

ভাসানচর নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে  

ছবি: জনকণ্ঠ

“ভাসানচর হাতিয়ার ছিল, হাতিয়ার আছে, হাতিয়ারই থাকবে।” এই স্লোগানকে সামনে রেখে যে কোনো মূল্যে ভাসানচর নিয়ে ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান জানিয়েছেন হাতিয়ার নাগরিকরা।

সম্প্রতি ভাসানচরকে দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খানের পদত্যাগ দাবি করেন তারা।

হাতিয়া সম্মিলিত সামাজিক সংগঠনের উদ্যোগে সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলা সদরের প্রধান সড়কে প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে প্রায় ৩০টি সামাজিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নানা পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আ.ন.ম. নঈম শামীম খান, প্রভাষক মহিবুর রহমান, আয়াত হোসেন জুয়েল, ডা. মো. জোবায়ের, মো. ফজলে এলাহি হৃদয়, জুনায়েদ, ওমর ফারুক হিমেল, এম এ রব, সাইফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়। এটি সন্দ্বীপের সাথে যুক্ত করার অপচেষ্টা চললে আঞ্চলিক দাঙ্গা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এ বিষয়ে সন্দ্বীপের বাসিন্দা ও বর্তমান সরকারের উপদেষ্টা ফাওজুল কবির খানের ভূমিকা নগ্ন হস্তক্ষেপ হিসেবে বর্ণনা করেন তারা।

তাদের অভিযোগ, ১৯৫৪ সালে নোয়াখালী জেলা থেকে সন্দ্বীপ চট্টগ্রামের সঙ্গে যুক্ত হলেও সাগরে জেগে ওঠা নতুন চরগুলো নোয়াখালীর অন্তর্ভুক্ত। ভাসানচর দিয়ারা জরিপ অনুযায়ী ৬টি মৌজায় অন্তর্ভুক্ত এবং ২০০২-০৩ সালে বনবিভাগের মাধ্যমে বনায়নও সম্পন্ন হয়। পরবর্তীতে রোহিঙ্গা শরণার্থী শিবির স্থাপনসহ রাষ্ট্রীয় কার্যক্রম হাতিয়া উপজেলার প্রশাসনিক কাঠামোর অধীনেই পরিচালিত হচ্ছে।

তারা আরও বলেন, সরকারের প্রকাশিত গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করার পাঁয়তারা বরদাশত করা হবে না। ইতোমধ্যে ঢাকায় হাতিয়া দ্বীপ সমিতি ‘ভাসানচর রক্ষা আন্দোলন’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

শহীদ

×