ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভাষানচর নিয়ে সন্দ্বীপের ষড়যন্ত্র: প্রতিবাদে মানববন্ধন

মোঃ ছাইফুল ইসলাম জিহাদ,হাতিয়া-নোয়াখালী

প্রকাশিত: ১৪:৪৮, ২১ এপ্রিল ২০২৫

ভাষানচর নিয়ে সন্দ্বীপের ষড়যন্ত্র: প্রতিবাদে মানববন্ধন

ছবি: দৈনিক জনকণ্ঠ

হাতিয়া উপজেলার অন্তর্ভুক্ত ভাষানচরের মালিকানা নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অবস্থান ধর্মঘট পালন করেছে সম্মিলিত সামাজিক সংগঠন।

সোমবার (২১এপ্রিল) সকাল থেকে উপজেলা সদরের হাতিয়ার থানার সামনে দীপ সরকারি কলেজ গেইট সংলগ্নে সম্মিলিত সামাজক সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এসময় হাতিয়া উপজেলা সদরের প্রধান সড়কে দীর্ঘসময় ধরে এই মানববন্ধন কর্মসূচি পালন করে হাতিয়াবাসী। মানববন্ধনে হাতিয়ার প্রায় ৩০টি সামাজিক সংগঠনের সদস্য ও প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্রছাত্রী এবং সকল শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক সংগঠনের পক্ষে নঈম স্বামীম স্যার, মহিব্বুর রহমান, আয়াত হোসেন জুয়েল, ডা. মো. জোবায়ের, মো.ফজলে এলাহি রিদয়, জুনায়েদ,ওমর ফরুক হিমেল, এম. এ. রব, সাইফুল ইসলাম প্রমুখ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ভাসানচর একটি মীমাংসিত বিষয়। এটিকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টা করে আঞ্চলিক দাঙ্গা লাগানোর উসকানি দেওয়া হচ্ছে। এই বিষয়ে নগ্ন হস্তক্ষেপ করছেন সন্ধীপের বাসিন্দা ও বর্তমান সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান। যা কোন ভাবে মেনে নেওয়া হবে না। আঞ্চলিক শান্তি বিনষ্ট করার কারণে এই উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা।উল্লেখ্য যে, এর পূর্বেও ভাসানচর ইস্যুতে হাতিয়া বাসির অবস্থান ধর্মঘট ও মানববন্ধনের কর্মসূচি পালন করে আসছে।

এর পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল)ভাসানচরকে সন্দীপ এবং চট্টগ্রাম অন্তর্ভুক্ত না করতে 'নিরাপদ নোয়াখালী চাই’ সংগঠনের সভাপতি সাইফুর রহমান রাসেলের পক্ষে ভাসানচর ইস্যুতে একটি লিগ্যাল নোটিশ পাঠান অ্যাডভোকেট রাশিদা চৌধুরী নীলু।

জানা যায়, নোয়াখালী থেকে সন্ধীপ আলাদা হয় ১৯৫৪ সালে। এর পর সাগরে জেগে উঠা নতুন এসব চর নোয়াখালী জেলার সাথে রেখে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতিমধ্যে ভাসানচরের দিয়ারা জরিপের মাধ্যমে ৬টি মৌজায় অন্তর্ভুক্ত করা হয়। সেই ছয় মৌজার একটি ভাসানচর। পরে হাতিয়া উপজেলাধীন বনবিভাগ ২০০২-২০০৩ সালে বনায়ন সৃজন করে। পরিবর্তিত পরিস্থিতিতে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হিসেবে ভাসানচরকে হাতিয়া উপজেলার প্রশাসনিক এলাকার মধ্যে নিরাপত্তাসহ রাষ্ট্রীয় সকল ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। 

সরকারের এই গেজেট উপেক্ষা করে ভাসানচরকে সন্ধীপের সাথে নিয়ে যাওয়ার অপচেষ্টার বিরুদ্ধে হাতিয়া সহ জেলা ও রাজধানীতে ভাসানচর রক্ষা আন্দোলন কর্মসূচি অব্যাহত রয়েছে

ফারুক

×