ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর-মদনপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

শাহ জালাল, সোনারগাঁও সংবাদদাতা, নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৩:২৪, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৩:২৫, ২১ এপ্রিল ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর-মদনপুরে  নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর- মদনপুর এলাকায়  সকাল সাড়ে সাতটার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি বন্দর থানা ও সোনারগাঁ থানা সীমান্ত এলাকা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্দর স্টিল মিল থেকে কিউট ইন্ডাস্ট্রিজের সামনে এসে শেষ করেন।  

ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে একটি ব্যানার হাতে মহাসড়কে ঝটিকা মিছিল করতে দেখা যায়। মিছিলের ব্যানারে লেখা ছিল— “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”।

বিক্ষোভকারীরা স্লোগান দিতে দিতে মহাসড়কের মাঝখান দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ১৪/১৫ জনের একটি দল বিক্ষোভ করে, ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়। 

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা মুখে মাস্ক, কালো ও সাদা কাপড় বেঁধে দ্রুত গতিতে একটি ঝটিকা মিছিল করে আশপাশে তাদের রাখা মোটরসাইকেল নিয়ে  ছিটকে পড়েন। 

এ বিষয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতারা মিছিলের সত্যতা স্বীকার করেছেন।

মুমু

×