
ছবি : সংগৃহীত
তরুণ প্রজন্মের অন্যতম মডেল ও অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার ফেসবুক টাইমলাইন এ লিখেন,হাসতে গেলেও ভাবতে হবে।
এই স্ট্যাটাস এর মাধ্যমে তিনি সম্প্রতি ঘটে যাওয়া হত্যাকাণ্ডের ইঙ্গিত করেছেন,রাজধানীর বনানীতে তুচ্ছ বিষয় নিয়ে ছুরিকাঘাতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।
জানা যায়,শনিবার (১৯ এপ্রিল) বিকেলে ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসি করা নিয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের কথা কাটাকাটি হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পর উভয় পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায়। তবে ক্যাম্পাস থেকে বের হওয়ার পর পারভেজকে একটি গ্রুপ ঘিরে ফেলে।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে পারভেজ গুরুতর আহত হন। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আঁখি