
ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্মাণের তিন বছরের মধ্যেই চরনারায়ণপুর আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়া এই আশ্রয়ণ প্রকল্পের ১৮ জন বাসিন্দা ঘর ছেড়ে চলে গেছেন। মাত্র তিন বছর আগে নির্মিত এসব ঘর এখন আর বসবাসের উপযোগী নেই।
প্রকল্পের ঘর নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী, রক্ষণাবেক্ষণের অভাব এবং পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় মোগড়া ইউনিয়ন ভূমি অফিস জানায়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় আখাউড়ার চরনারায়ণপুর গ্রামে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের জন্য ৭৭টি ঘর নির্মাণ করা হয়। এর উদ্বোধন হয় ২১ জুলাই ২০২২ সালে। রবিবার (২০ এপ্রিল) সরেজমিনে খোঁজ নিতে গিয়ে দেখা যায়, প্রকল্পের ১৮টি ঘরে তালা ঝুলছে।
এসময় প্রকল্পের বাসিন্দা ফাতেমা বেগম জানান, ঘরগুলো ব্যবহার অনুপযোগী হয়ে যাওয়ায় ১৮টি ঘরে কেউ থাকেন না। কয়েকজন মাঝেমধ্যে আসা-যাওয়া করেন।
বাসিন্দা কাজল মিয়া বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই ঘরের ভেতরে পানি ঢুকে পড়ে। ঘরের ভেতরের দেয়াল ও ফ্লোর ভেঙে পড়ে গেছে, ফলে প্রকল্পের সব ঘরই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। নিজেদের মতো করে মেরামত করে অনেক কষ্টে থাকতে হচ্ছে।
নুরু মিয়া জানান, এখানকার পাকা সড়ক থেকে কমপক্ষে চার ফুট নিচে ঘরগুলো নির্মাণ করায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। টয়লেট ব্যবহারেরও উপায় থাকে না।
স্থানীয়রা জানান, এই প্রকল্পের নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজের অনিয়মের কারণে তৎকালীন ইউএনও ও এসি ল্যান্ডের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছিল।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ফয়সল উদ্দিন জানান, যারা ঘরে থাকছেন না, তাদের বরাদ্দ বাতিল করে নতুন পরিবারকে ঘর দেওয়া হচ্ছে। সরেজমিন তদন্ত করে ঘরগুলোর সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
মারিয়া