
ছবিঃ সংগৃহীত
ওয়ারেন্টভুক্ত আসামিকে সোর্সের মাধ্যমে পুলিশে ধরিয়ে দেওয়ার সন্দেহে সিজন (২৫) নামে এক যুবককে চাপতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী। রবিবার (২০ এপ্রিল) রাতে টঙ্গীর ৪৭ নং ওয়ার্ডের মরকুন পশ্চিম পাড়া রেল কলোনী এলাকায় এ ঘটনা ঘটেছে। তার পিতার নাম স্বপন মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কান্দিপাড়া গ্রামে। রাত ৮ টার দিকে ঘটনা ঘটলেও টঙ্গী হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার হাসপাতালে নেওয়ার পথে গভীর রাতে সিজনের মৃত্যু ঘটে।
বিস্তারিত বিবরণ দিয়ে পুলিশ জনকণ্ঠকে জানান, রাত ৮ টার দিকে রেল কলোনী বস্তির জনৈক ফারুকের চায়ের দোকানের সামনে কয়েক ব্যক্তি সিজনকে ধারাল চাপাতি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। জনতার প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা চলে যায়। গুরুতর আহত সিজনকে স্থানীয় লোকজন ও তার স্ত্রী আফসানা টঙ্গী সরকারি হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে গভীর রাতে সিজন মারা যায়।
নিহত সিজনের ভাই শিপন জনকন্ঠকে জানান, হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে রবিবার পুলিশের সোর্সের সহযোগিতায় পুলিশের কাছে ধরিয়ে দেয়া হয়। রাতে আমার ভাইকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত ওই সন্ত্রাসীরা। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম জনকণ্ঠকে সিজন হত্যার তথ্য নিশ্চিত করেছেন।
রিফাত