ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

বাউফলে শিবিরের গার্ডিয়ান লাউঞ্জ:প্রশংসায় ভাসছেন ড. মাসুদ

উপকূলীয় প্রতিনিধি, বরিশাল ও নিজস্ব সংবাদদাতা, বাউফল :

প্রকাশিত: ১২:২২, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১২:২৩, ২১ এপ্রিল ২০২৫

বাউফলে শিবিরের গার্ডিয়ান লাউঞ্জ:প্রশংসায় ভাসছেন ড. মাসুদ

পটুয়াখালীর বাউফলে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহায়তায় গার্ডিয়ান লাউঞ্জ চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা শাখা। আর এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে উপজেলা ছাত্রশিবির ও পরামর্শদাতা হিসেবে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদও প্রশংসায় ভাসছেন।

উপজেলার কালিশুরী ইউনিয়নের কালিশুরী এস. এ. ইনস্টিটিউশন এবং কালিশুরী ডিগ্রি কলেজের চলমান এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় ছাত্রশিবির বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়ন শাখার উদ্যোগে গার্ডিয়ান লাউঞ্জ চালু করা হয়েছে। এখানে বিনামূল্যে পরীক্ষার্থীরা পরীক্ষা উপকরণসহ খাবার পানি, স্যালাইন এবং ওষুধ পাচ্ছেন।

শুধু তাই নয়, দূর-দূরান্ত থেকে আগত এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের আরাম করে বসার স্থানও করে দিয়েছেন উপজেলা ছাত্রশিবিরের নেতারা। আর এমন মহতী কাজের পেছনে রয়েছে বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের পরামর্শ ও দিকনির্দেশনা - এমনটাই জানিয়েছেন শিবিরের দায়িত্বশীল নেতারা।

সুবিধাভোগী কয়েকজন শিক্ষার্থী বলেন, শিবিরের এমন উদ্যোগ সত্যিই দারুণ। তারা ছাত্রদের প্রয়োজনের কথা চিন্তা করে গার্ডিয়ান লাউঞ্জ করেছেন। ছাত্রদের কল্যাণে শিবিরের এমন কার্যক্রম চলমান থাকুক। অনেকে স্যালাইন, কেউ আবার কলম, কেউ এক্সামের স্কেল নিয়ে নিচ্ছে, যার ফলে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন।

পরীক্ষার্থীদের সাথে পরীক্ষাকেন্দ্রে আসা কয়েকজন অভিভাবক বলেন, শিবিরের গার্ডিয়ান লাউঞ্জ থেকে আমাদের সন্তানরা তাদের প্রয়োজন মতো সুবিধা নিচ্ছে। আমরাও বসার একটা সুন্দর স্পেস পেয়েছি। সব মিলিয়ে ছাত্রশিবির ও ড. মাসুদকে ধন্যবাদ না জানালে কার্পণ্য হবে। আয়োজকদের জন্য শুভেচ্ছা।

এ বিষয়ে দৈনিক জনকণ্ঠকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলার সভাপতি মো. লিমন হোসেন ও সাধারণ সম্পাদক হাঃ আরিফুর রহমান বলেন, ছাত্রদের কল্যাণেই প্রতিষ্ঠা হয়েছে ছাত্রশিবিরের। সেই ধারাবাহিকতায় বাউফলের গণমানুষের নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের নির্দেশনায় আমরা এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। পরীক্ষা যতদিন, এই কার্যক্রম ততদিন চলবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আবদুল্লাহ এবং অফিস সম্পাদক জুবায়ের হোসেন, বাউফল জোনের সভাপতি মহিবুল্লাহ আল তামিম, অর্থ সম্পাদক হাসিবুল ইসলাম, অফিস সম্পাদক মশিউর রহমান, কালিশুরী ইউনিয়ন সভাপতি এন. এইচ. তাহমিদ, সেক্রেটারি আরিয়ান ইসলাম জিহাদ।

এছাড়া ধুলিয়া ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাঃ মাহবুব ইসলাম, সেক্রেটারি আবিদ ইসলাম। কেশবপুর ইউনিয়ন সভাপতি তানজিম, সেক্রেটারি কামরুল ইসলামসহ ইউনিয়ন সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

আফরোজা

×