
প্রতীকী ছবি
ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার টয়লেট থেকে অটোবিকশা চালক মোহাম্মদ আলী (৪০) নামে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাত টার দিকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ আলী উপজেলার সানোরা ইউনিয়নের বাটুলিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।
জানা যায়, সকালে অটো নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে রাত সাড়ে দশটার দিকে নিহতের ভাই আব্দুল জব্বার মরদেহ উদ্ধারের খবর পেয়ে থানায় এসে লাশ দেখে নিশ্চিত হন।
ধামরাই থানার পুলিশ জানায়, সন্ধ্যার দিকে ধামরাই উপজেলা পরিষদের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলার পশ্চিম পাশের টয়লেটের ভেতরে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি ধামরাই থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাতে তার পরিবারের সদস্যরা এসে লাশ শনাক্ত করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের মাথাসহ বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ পাঠানো হবে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
মুমু