
ছবি: সংগৃহীত
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই, চেল্লাখালী, বুড়ীভোগাই নদী এবং বেশ কিছু খাল ও পাহাড়ঘেঁষা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বেড়ে যাওয়ায় উপজেলা প্রশাসন গত ছয় মাসে পরিচালনা করেছে ১০০টিরও বেশি অভিযান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের নেতৃত্বে এসব ভ্রাম্যমাণ আদালতের প্রতিটি অভিযান চলে ৬ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত। অভিযানগুলোতে মোট ৭৫টি মামলায় আদায় হয়েছে ৬০ লাখ টাকা জরিমানা এবং অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি করে অর্জিত হয়েছে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার রাজস্ব। একইসঙ্গে ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়।
সূত্র জানায়, বর্তমানে উপজেলায় বালুর কোনো বৈধ ইজারা পয়েন্ট নেই, ফলে এখান থেকে উত্তোলিত ও পরিবাহিত প্রতিটি বালুর ট্রাকই সম্পূর্ণ অবৈধ।
প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে নদীর পাড় কেটে ভয়াবহ ক্ষতির সৃষ্টি করছে। তবে প্রশাসন বলছে, তারা নিয়মিত সাইনবোর্ড, প্রচারণা, বিরোধ নিষ্পত্তি ও মামলার মাধ্যমে অবৈধ বালু উত্তোলন শূন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধপরিকর।
সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “নদী, পাহাড়, ঘরবাড়ি ও রাস্তা-ঘাট রক্ষায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয়দের সচেতনতা ও সহযোগিতা জরুরি।”
এসএফ